Views Bangladesh Logo

আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের আগুন, পুঁড়ল জেনারেটর রুম

রাজধানীর আগারগাঁওয়ে চারতলা বিশিষ্ট ‘মুক্তিযোদ্ধা জাদুঘরে’র নিচতলায় জেনারেটর রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সোমবার (১০ মার্চ) সকাল ৮টা ৫৫মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় পুঁড়ে যায় জেনারেটর রুম।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পৌঁছায়। পরে ৯টা ৩৬ মিনিটে দুই ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এ ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ