বিশ্ব নেতাদের জোটে শেখ হাসিনাকে দেখতে চায় গ্লোবাল ফান্ড
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল ফান্ডের শীর্ষ জোটে অন্তর্ভুক্ত করতে চায় গ্লোবাল ফান্ড ও স্টপ টিবি পার্টনারশিপ।
বুধবার (১২ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস ও স্টপ টিবি পার্টনারশিপের নির্বাহী পরিচালক ড. লুসিকা দিতিউ।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, এই দুটি সংস্থা মূলত বাংলাদেশে যক্ষ্মা, এইচআইভি ও ম্যালেরিয়া এবং এর অর্থায়ন নিয়ে কাজ করে।
তিনি আরও বলেন, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ ও গভীর করতে চায়।
প্রেস সচিব বলেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্ব নেতাদের যোগাযোগ ও নেটওয়ার্ককে তাদের তহবিল সংগ্রহের জন্য কাজে লাগাতে চান।
তিনি উল্লেখ করেন, পার্বত্য এলাকা ছাড়া বাংলাদেশের অন্যান্য এলাকায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রয়েছে এবং বাংলাদেশের এইচআইভি পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে।
আগামী দিনে তাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তারা।
তারা প্রধানমন্ত্রীকে বলেছেন, “আপনি এলে বাংলাদেশের সাফল্যগুলো বিশ্ব দরবারে তুলে ধরা হবে। আর এর মাধ্যমে বাংলাদেশের দাবি আরও জোরদার হবে।”
গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস এবং স্টপ টিবি পার্টনারশিপের নির্বাহী পরিচালক ড. লুসিকা দিতিউ দাবি করেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪০ হাজার মানুষ যক্ষ্মায় মারা যায়।
নাঈমুল বলেন, প্রধানমন্ত্রী সংখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তা খতিয়ে দেখতে বলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর ২৬ থেকে ২৭ হাজার মানুষ যক্ষ্মায় মারা যান।
নাইমুল খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যক্ষ্মায় মৃত্যুর সংখ্যা বের করতে একটি জরিপের নির্দেশ দিয়েছেন।
এক্ষেত্রে গ্লোবাল ফান্ড বাংলাদেশকে সহায়তা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে