Views Bangladesh

Views Bangladesh Logo

সোনার দাম ভরিতে কমলো ৬৩০ টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

  এক দিনের ব্যবধানে আবারও সোনার দাম ভরিতে ৬৩০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা। এর আগে এর দাম ছিল ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিট থেকে কার্যকর হবে।

বাজুসের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা ও ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৯১৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৭৪ হাজার ৮০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে বুধবার ভরিতে সোনার দাম ২১০০ টাকা কমায় বাজুস। তার আগে মঙ্গলবার প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ