Views Bangladesh

Views Bangladesh Logo

রেকর্ডের দুই দিনের মাথায় কমল স্বর্ণের দাম

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২০ এপ্রিল ২০২৪

দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। দুদিন আগেই স্বর্ণের রেকর্ড দাম নির্ধারণ করা হয়েছিল। তবে বৃদ্ধির চেয়ে কমানোর পরিমাণে তফাৎ অনেক। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৮৪০ টাকা কমানো হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। আজ শনিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে ১৮ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ২ হাজার ২৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা দাম নির্ধারণ করা হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৮৪০ টাকা কমিয়ে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৮০৫ টাকা কমানো হয়েছে। এতে এই মানের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৩৯৭ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম কমানো হয়েছে ৬৮৮ টাকা। এতে এই মানের এক ভরি স্বর্ণ কিনতে দাম পড়বে ৯৭ হাজার ১৯৬ টাকা।

আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ৫৬০ টাকা কমিয়ে ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ