Views Bangladesh Logo

দুদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

দুদিনের ব্যবধানে দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। দেশের বাজারে এর আগে কখনো স্বর্ণের এতো দাম হয়নি।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৮ এপ্রিল) নতুন এ দাম নির্ধারণ করা হয়। আজ বিকেল ৪টা থেকেই থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ