Views Bangladesh Logo

সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ও ইসি সংস্কারের আহ্বান গণফোরামের

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে আরও পরিমার্জিত নির্বাচনী ব্যবস্থার পাশাপাশি স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) গড়তে সংস্কারের ওপর জোর দিয়েছে গণফোরাম।

শনিবার (১৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেন গণফোরামের নয় সদস্যের প্রতিনিধিদল।

পরে দলের সদস্য সচিব মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, 'আমরা বেশ কিছু বিষয়ে সুপারিশ দিয়েছি যা সরকার ইতিবাচকভাবে নিয়েছে'।

চলমান সংলাপের অংশ হিসেবে বিকেল থেকে অন্তত ১৫টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা।

সংলাপের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক দলগুলোকে সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা এবং কীভাবে তা এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে তাদের মতামত ও পরামর্শ চাওয়া।

সংলাপে যোগ দিয়েছে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি (আন্দালিব) সহ অন্য দলগুলো।

বিএনপি, জামায়াত, সিপিবি এবং অন্য কয়েকটি বড় দলের অংশগ্রহণে ৫ অক্টোবর শুরু হওয়া বর্তমান পর্বের এটি দ্বিতীয় দফা সংলাপ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ