ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, চাকরি গেল ৫০ গুগল কর্মীর
ইসরায়েল সরকারের সঙ্গে গুগলের ক্লাউড কম্পিউটিং চুক্তির বিরোধিতা করায় চাকরি হারালেন প্রতিষ্ঠানটির ২০ জন কর্মী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, একই কারণে এই নিয়ে সব মিলিয়ে ৫০ জন গুগল কর্মী চাকরি হারিয়েছেন।
এ ঘটনায় সোমবার এক বিবৃতিতে ‘নো টেক ফর দ্য অ্যাপার্থাইড’ নামক একটি গোষ্ঠী জানায়, গত সপ্তাহে গুগল তাদের ৩০ জন কর্মীকে বরখাস্ত করেছিল। এর ওপর আরও ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে।
এর আগে এ ঘটনায় গত সপ্তাহের মঙ্গলবার গুগলের কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন ওই গোষ্ঠীর প্রতিবাদকারীরা।
গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত মঙ্গলবার নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার সানিভেলে গুগলের অফিসে অবস্থান ধর্মঘট পালনকালে যারা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে বরখাস্ত হওয়া কিছু কর্মী দর্শক হিসেবে উপস্থিত ছিলেন এবং কমক্ষেত্রের এসব তৎপরতায় তারা সক্রিয়ভাবে জড়িত ছিলেন না।
বিবৃতিতে এভাবে গণহারে গুগলের কর্মী বরখাস্তের বিষয়টিকে ‘আক্রমণাত্মক এবং প্রতিশোধমূলক কাজ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
এদিকে সিএনএনকে দেয়া এক বিবৃতিতে গুগলের মুখপাত্র বলেছেন, সেদিনের প্রতিবাদ বিক্ষোভের কারণ আরও বেশ কিছু কর্মীর চাকরি গেছে, তা ঠিক। তবে তিনি নিশ্চিত করে বলেননি, এ দফায় কতজন চাকরি হারিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ১৬ এপ্রিল গুগলের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে। এ বিষয়ে গুগলের তদন্ত শেষ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে যারা প্রত্যক্ষভাবে এই কার্যক্রমে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
গুগলের মুখপাত্র আরও বলেন, আবারও নিশ্চিত করা হচ্ছে, যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা সবাই ১৬ এপ্রিল গুগল কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন। বিষয়টি সতর্কতার সঙ্গে একাধিকবার নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ‘প্রজেক্ট নিম্বাস’ নামে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের ১২০ কোটি ডলারের ওই চুক্তি রয়েছে। চুক্তির মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইসহ উন্নত প্রযুক্তি সরবরাহ করে থাকে গুগল ও অ্যামাজন।
তবে ওই চুক্তির বিরোধিতা করে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কোম্পানিটির অফিসে শীর্ষ নির্বাহীর কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন ওই কর্মীরা। ওই দিন বিক্ষুব্ধরা প্রায় ১০ ঘণ্টা চুক্তিটির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালনসহ বিক্ষোভ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে