Views Bangladesh Logo

স্বাধীনতা দিবসে গুগল ডুডল

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। গুগল সার্চ বক্সের ওপর থাকা এই ডুডল বানানো হয়েছে বাংলাদেশের পতাকার রঙে। চারপাশে লাল রং আবৃত ডুডলটির ভেতরে নীল আকাশের মাঝে বাংলাদেশের পতাকা উড়ছে।

সোমবার দিবাগত রাত ১২টায় এ ডুডল প্রকাশ করা হয়।

প্রদর্শিত ডুডলে ট্যাপ করলে ফলাফল পেজে বাংলাদেশের স্বাধীনতা দিবস-সম্পর্কিত সার্চ ফলাফল দেখা যাচ্ছে। লাল আর সবুজ রঙের আতশবাজির পর পর্দায় ভেসে উঠছে বাংলাদেশের পতাকা। গুগল ডুডলের পেজে বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে একটি লেখাও প্রকাশিত হয়েছে। সেই লেখায় সংক্ষেপে বাংলাদেশের স্বাধীনতা দিবস, স্বাধীনতা পদকসহ ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তা উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ