Views Bangladesh

Views Bangladesh Logo

২০২৫ সালে সরকারি ছুটি ২৬দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

ন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে সামনের বছর ছুটি থাকবে ২৬ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ৫টি ও শনিবার ৪টি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তের ফলে এখন থেকে পবিত্র ঈদুল আজহায় ৬ দিন ও ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটি থাকবে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি থাকবে দুই দিন।

অনুমোদিত ছুটির তালিকায় সাধারণ ছুটি থাকবে ১২ দিন। আর নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। চলতি বছরে থেকে সামনের বছরের জন্য ছুটি বেড়েছে ৪ দিন।

জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে যে ১২ দিন সাধারণ ছুটি থাকবে, তার মধ্যে তিন দিন শুক্রবার এবং দুই দিন শনিবারের সাপ্তাহিক ছুটি পড়েছে।

বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে, তার মধ্যে দুই দিন শুক্রবার এবং দুই দিন শনিবারের সাপ্তাহিক ছুটি পড়েছে।

ধর্মীয় পর্ব উপলক্ষে সরকারি কর্মচারীদের বছরে অনধিক তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে। তবে সেজন্য আগে থেকে কর্তৃপক্ষকে জানাতে হয়।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এবং এর বাইরের বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর কর্মচারীদের বৈসাবি বা সংশ্লিষ্ট সামাজিক অনুষ্ঠান উপলক্ষে দুই দিনের ঐচ্ছিক ছুটি রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ