Views Bangladesh

Views Bangladesh Logo

কেউ পার পাবে না, অপরাধীকে শাস্তি পেতে হবে: সেতুমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৪ মে ২০২৪

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ বাজেয়াপ্ত ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কাউকে প্রোটেকশন দেয় না। অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখি। অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।

শুক্রবার (২৪ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ব্যক্তি যত প্রভাবশালী হোক, অপরাধ করতে পারে। প্রশ্ন থেকে যায় সরকার অপরাধের শাস্তির ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে কি না। শেখ হাসিনা সরকারের সেই সৎ সাহস আছে। কেউ পার পাবে না।

তিনি আরও বলেন, বিচার বিভাগ, দুদক স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না। সেখানে কোনও সাবেক আইজিপি বা কোনও সাবেক সেনাপ্রধান যেই থাকুক না কেন সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয়ে নেই।

এ সময় বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে দণ্ডিতদের সবাই ছাত্রলীগের হলেও সরকার তাদের পাশে ছিল না দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রোটেকশন দিতে যায়নি। ব্যক্তি অপরাধ করতে পারে। কথা হচ্ছে সরকার প্রোটেকশন দিচ্ছে কি না। শেখ হাসিনা সরকারের এখানে জিরো টলারেন্স। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে।

সংবাদ সম্মেলনে অন্যদেরে মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ