Views Bangladesh

Views Bangladesh Logo

এপ্রিলের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করল সরকার

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

রবিবার, ৩১ মার্চ ২০২৪

বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে দ্বিতীয় মাসেও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলো। আজ রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে এপ্রিলের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার।

ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৮.২৫ টাকা থেকে ২.২৫ টাকা কমিয়ে ১০৬ টাকা, কেরোসিন ১০৮.২৫ টাকা থেকে ২.২৫ টাকা হ্রাস করে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেনের দর লিটার প্রতি ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা এ অপরিবর্তিত রাখা হয়েছে। পুনর্নির্ধারিত এ মূল্য এপ্রিলের ১ তারিখ থেকে কার্যকর হবে।

জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, তুলনামুলক চিত্রে দেখা যায় প্রতিবেশি দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০.৭৬ রুপি বা ১৩০.৬৯ টাকায় (১ রুপি=১.৪৪ টাকা) এবং পেট্রোল ১০৯.৯৪ রুপি বা ১৫৮.৩১ টাকায় বিক্রি হচ্ছে যা বাংলাদেশ থেকে বেশি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ