Views Bangladesh Logo

তারেককে দেশে এনে সাজা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া সাজা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, "এখন একটাই কাজ, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা। তাকে নিয়ে এসে সাজা বাস্তবায়ন করা হবে। এর মধ্যদিয়ে অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতিসহ যেসব কর্মকাণ্ড ঘটিয়েছে সেগুলোর হাত থেকে দেশের মানুষ মুক্তি পাবে।"

রোববার (২৬ মে) গণভবনে কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, "জাতির পিতার খুনি যারা বাইরে আছে, তাদেরও আনার চেষ্টা করছি। তারেক জিয়াসহ যেসব সাজাপ্রাপ্ত আসামি বাইরে আছে, তাদের শাস্তি কার্যকরের মাধ্যমে দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখাই লক্ষ্য। সে লক্ষ্য নিয়েই এখন কাজ করতে হবে।”

শেখ হাসিনা বলেন, "আমরা ইতোমধ্যেই বৃটিশ সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।"

২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে দেশে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করা হবে।

তিনি বলেন, "অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমৃদ্ধির দিকে অগ্রযাত্রা অব্যাহত রাখাই আমার লক্ষ্য। আমরা লক্ষ্য অর্জনের জন্য কাজ করছি।"

যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের যোগ্য জবাব দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ