মুজিববর্ষের খরচ ১২০০ কোটির বেশি, চলতি বছরের বরাদ্দ বাতিল
মুজিব বর্ষ উদযাপনে চলতি অর্থবছরে বরাদ্দ করা বাজেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।
প্রেস উইং জানায়, মুজিব বর্ষ উদযাপনে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় হয়েছে। এ খরচের পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরের মুজিব বর্ষের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে