Views Bangladesh

Views Bangladesh Logo

প্রথমে নথিভুক্ত বাংলাদেশিদের ফিরিয়ে আনবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

ররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকার প্রথমে লেবানন থেকে নথিভুক্ত বাংলাদেশিদের ফিরিয়ে আনবে, যারা স্বেচ্ছায় ফিরে আসতে চায়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, কিছু বাংলাদেশি আছেন যারা বিপদ জেনেও ফিরে আসতে ইচ্ছুক নয়। কারণ তারা দেশে ফিরে আসার পর জীবিকার উৎস নিয়ে উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, কিছু বাংলাদেশি রয়েছেন যারা নিরাপদ এলাকায় কাজ করার কারণে দেশে ফিরে আসতে ইচ্ছুক নয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার পর্যায়ক্রমে বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে আকাশ ও সমুদ্র উভয় পথে আনার জন্য কাজ করছে। তারা এ বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতা চাইছেন।

উল্লেখ্য, লেবাননে ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি রয়েছেন। যার মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে আসার তালিকায় নাম লিখিয়েছেন জন্য প্রায় ১ হাজার ৮০০ জন বাংলাদেশি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ