Views Bangladesh Logo

‘বঙ্গবন্ধু শান্তি পদক’ দেবে সরকার, নীতিমালার খসড়া অনুমোদন

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শান্তি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি দুই বছর পরপর এই পদক দেওয়া হবে। প্রতিবার প্রধানত একজনকে তা দেওয়া হবে।

এই পদক দেওয়ার জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা-২০২৪’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিমালা অনুযায়ী এই পদকের অর্থ মূল্য হবে ১ লাখ মার্কিন ডলার। এর সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সনদ।

সোমবার (২০ মে) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু শান্তি পদক নীতিমালাটির অনুমোদন দেয়া হয়। সেই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভায় অনুমোদিত নীতিমালা অনুযায়ী প্রতি দুই বছর পরপর ১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই পদকের জন্য মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে। তারপর ২৩ মে বা এর কাছাকাছি সময়ে সেই পুরস্কার প্রদান করা হবে। ২৩ মে দেয়ার কারণ হলো ওই তারিখে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক পেয়েছিলেন।

তিনি আরও বলেন, এখন নীতিমালা দিয়ে এই কাজটি শুরু করা হবে। তবে মন্ত্রিসভা পরামর্শ দিয়েছে এ বিষয়ে যেন আইন করা হয়। আইনের মধ্যে একটি তহবিল করতে বলা হয়েছে। যে তহবিলে সরকার বা বাইরের যে কেউ অনুদান দিতে পারবেন। পরবর্তীতে সেই অনুদানের টাকা থেকেই পদকের ব্যয়ভার বহন করা হবে। তবে সেটি না হওয়া পর্যন্ত সরকার এর ব্যয়ভার বহন করবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কারা এই পদকের জন্য প্রস্তাব করতে পারবেন, জুরিবোর্ড কীভাবে হবে সেসব বিষয়ে নীতিমালায় ঠিক করে দেয়া হয়েছে। তবে কোনো ব্যক্তি তার নিজের নাম প্রস্তাব করতে পারবেন না।

এ ছাড়াও উক্ত বৈঠকে বাজার মনিটরিং কঠোরভাবে শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে মাহবুব হোসেন বলেন, কিছু পণ্যে বাজারে যোগানের সমস্যা না থাকা সত্ত্বেও মূল্য বৃদ্ধির প্রবণতা দেখেছেন। এজন্য প্রধানমন্ত্রী কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ