Views Bangladesh

Views Bangladesh Logo

গ্যাস পাইপ লাইন নির্মাণে চীনের অর্থ সহায়তা চাইবে সরকার

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

মদানি করা গ্যাস সরবরাহে পাইপ লাইন নির্মাণ প্রকল্পে চীনের দ্বারস্থ হতে যাচ্ছে সরকার। আগামী ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বৃহস্পতিবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, “আমরা মহেশখালী থেকে আটটি সমান্তরাল পাইপ লাইন করার চিন্তা করছি। এই পাইপ লাইন নির্মাণে চীন সরকারের সহায়তা চাওয়া হয়েছে।”

এখন মহেশখালী থেকে গ্যাস আনার জন্য দুটি টার্মিনাল রয়েছে। এই টার্মিনাল দুটির গ্যাস আনার জন্য দুটি সমান্তরাল পাইপ লাইনেও রয়েছে।

দেশের গ্যাস ঘাটতি মোকাবেলার জন্য সরকার মহেশখালীতে আরো দুটি ভাসমান টার্মিনাল নির্মাণ করতে চায়। সরকারের প্রধান লক্ষ্য ২০২৭ সালের মধ্যে গ্যাসের ঘাটতি নিরসন করা। এজন্য ভাসমান টার্মিনাল নির্মাণের সঙ্গে সঙ্গে সরকার অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান এবং স্থলভাগে অনুসন্ধান কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানানোর জন্য বিদ্যুৎ বিভাগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, এবার বরাদ্দ পাওয়া অর্থ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার করতে চান তারা।

সাম্প্রতিক বন্যায় বিদ্যুৎ খাতের বিপুল পরিমাণ ক্ষতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের ৩০ হাজার পোল বিনষ্ট হয়েছে। সিলেট অঞ্চলে বন্যার কারণে সবগুলো সাবস্টেশন পানির নিচে চলে গেছে। আমরা এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সাজানোর চেষ্টা করছি। যাতে গ্রাহককে ঝড় ও বন্যার মধ্যেও বিদ্যুৎ সরবরাহ করা যায়।”

তিনি জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। চলতি মাসের মাঝামাঝি একটি ভাসমান টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু করলে পরিস্থিতির উন্নতি হবে।

সাগরের তেল গ্যাস অনুসন্ধানের জন্য ডাকা দরপত্রের সময় বাড়ছে জানালেও তা কতদিন বৃদ্ধি করা হবে সে বিষয়টি পরিষ্কার করেননি তিনি।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনে দরপত্র আহবান করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এতদিন বিনা দরপত্রে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্র নির্মাণের কার্যাদেশ দিয়ে আসছিল সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ