Views Bangladesh

Views Bangladesh Logo

সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: উপদেষ্টা আসিফ

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বারবার আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হলেও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামানো সম্ভব হয়নি।

আসিফ মাহমুদ বলেন, এগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইনশৃঙ্খলা বাহিনীও স্ট্রিক্ট অ্যাকশনে যায়নি। কোন প্রকার অ্যাকশনে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো। সকল পক্ষকে ধৈর্য্য ধরার আহ্বান জানাচ্ছি। একত্রে দেশ গড়ার সময়ে সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর তিনি এ মন্তব্য করেন।

ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংঘর্ষে তাদের তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন।

সংঘর্ষ শেষ হলেও ডেমরা-যাত্রাবাড়ি এলাকার সড়কগুলো এখনো অবরুদ্ধ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া সকাল থেকে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে পুলিশ এবং সেনাবাহিনী এলাকায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ