Views Bangladesh

Views Bangladesh Logo

সরকার এমন একটি দেশ গড়তে চায় যেখানে সবার অধিকার নিশ্চিত হবে: ইউনূস

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১২ অক্টোবর ২০২৪

ন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনিয়ম ও সহিংসতায় জর্জরিত একটি সমাজের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের ছাত্র ও সাধারণ মানুষ এমন একটি সমাজের নিন্দা করে এবং এ কারণেই নতুন বাংলাদেশের জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছে।

তিনি আরও বলেন, সরকার শুধু কথার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চায় না বরং শিক্ষার্থীদের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করতে চায়।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষ্যে ঢাকেশ্বরী মন্দির এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ জন্য মোতায়েন করা হয় এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ওই সময় মন্দির এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ