সরকার দুর্যোগ থেকে দেশ, মানুষ ও প্রকৃতিকে নিরাপদে রাখতে চায় : প্রধানমন্ত্রী
প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ, জনগণ ও প্রকৃতিকে রক্ষার কথা উল্লেখ করে পরিবেশ রক্ষায় বাসাবাড়ি ও অফিস-আদালতের ফাঁকা জায়গায় গাছের চারা রোপণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ, জনগণ ও প্রকৃতিকে নিরাপদে রাখা।
বুধবার (৫ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪’ এবং ‘পরিবেশ মেলা-২০২৪’এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'প্রকৃতি আমাদের সবকিছু দেয় বলেই প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে। আমরা যদি সুস্থ জীবনযাপন করতে চাই তাহলে আমাদের একটি সুন্দর পরিবেশ দরকার এবং প্রত্যেকেরই এটির দিকে মনোনিবেশ করা উচিত।
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বাসাবাড়ি, বাড়ির ছাদে ও অফিসের যেখানেই আছে সেখানে ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা যেখানে খালি জায়গা পাবেন সেখানে গাছের চারা রোপণ করুন। আপনি ফলের গাছ লাগালে ফল পেতে পারেন, আপনি যদি কাঠের গাছ লাগান কাঠ বিক্রি করে যথেষ্ট অর্থ আয় করতে পারেন। তবে ভেষজ গাছ থেকে ওষুধও তৈরি হয়।’
এ জন্য প্রত্যেককে বাড়িসহ অফিস প্রাঙ্গণ, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা এমনকি বাড়ির ছাদে বৃক্ষরোপণ করতে বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘যে গাছ আপনাকে আরাম দেয় তার জন্য আপনি ছায়া পেতে পারেন। নিজস্ব বাগান থেকে ফল ও সবজি খাওয়ার আত্মতৃপ্তিও রয়েছে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার ও সচিব ড. ফারহিনা আহমেদ প্রমুখ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা-২০২৪ রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে