বেনজীর ও আজিজ আহমেদকে সরকার প্রোটেকশন দেবে না: সালমান এফ রহমান
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে সরকার কোনো প্রটেকশন দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার (২৯ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে জাতীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধানের অনিয়মের বিষয়টি নিয়ে সরকার বিব্রত কিনা– এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সালমান এফ রহমান বলেন, এখানে সরকার এম্বারেসমেন্ট হবে বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতে চলবে। তিনি যেটা বলেছেন, লোকটা যতই ইনফ্লুয়েনশিয়াল হোন না কেন, সরকার কোনো প্রটেকশন দেবে না। আইন নিজের গতিতে চলবে।
সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে