Views Bangladesh Logo

৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় কোটা অনুযায়ী সব কর্মী পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বুধবার (১৫ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে মালয়েশিয়ার ইস্যুতে বায়রার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়াতে চিঠি পাঠিয়েছি। তবে যদি সময় না বাড়ায় তাও কোনো সমস্যা হবে না। কারণ আমরা আগামী ৩১ তারিখকেই লক্ষ্য করে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, মালয়েশিয়ায় নির্ধারিত তারিখের মধ্যেই কর্মী পাঠানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, ‘ঐক্যবদ্ধভাবেই আমরা চেষ্টা করছি যে, ৩১ তারিখের মধ্যে কোটার সব কর্মী যেন পাঠাতে পারি। কোটার মধ্যে যতজন কর্মী বাকি রয়েছেন তাদের সবার মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া চলছে।’

বৈঠকে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন, অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ বায়রা সদস্যরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ