আঠারতম আইপিএলের জমকালো উদ্বোধন
কলকাতার ইডেন গার্ডেনসে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শনিবার ২২ মার্চ আঠারতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর শুরু হয়েছে।
এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড তারকা শাহরুখ খান।
খেলা মাঠে গড়ানোর আগে টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হয় আইপিএলের অনুষ্ঠানিকতা।
শাহরুখ খানের প্রাণবন্ত উপস্থাপনার পাশাপাশি ভারতের জনপ্রিয় কণ্ঠ শিল্পী শ্রেয়া ঘোষাল সংগীত পরিবেশন করেন। প্রথমে তার বিখ্যাত ‘তুমি যে আমার’ গান দিয়ে মঞ্চ মাতান শ্রেয়া। এরপর তার ‘সঞ্জু’ ছবির ‘কর ময়দান ফতে’, ‘পুষ্পা ২’ ছবির ‘স্বামী’ গানের সঙ্গে কণ্ঠ মেলান দর্শকরা।
আমির খানের ‘রং দে বসন্তী’ ছবির গান এবং পরে শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবির গানও পরিবেশন করেন শ্রেয়া। ১০টি দলের জন্য ১০টি আলাদা গানও গেয়েছেন এই জনপ্রিয় সংগীত শিল্পী।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দিশা পাটানি ডান্স বাড়তি আকর্ষণ ছিল। এরপর সঞ্চালনার দায়িত্বে থাকা শাহরুখ মঞ্চে ডেকে নেন বিসিসিআই চেয়ারম্যান রজার বিনিসহ আইপিএলের কর্মকর্তাদের। এ সময় কোহলির হাতে ক্রেস তুলে দেন রজার বিনি। আর বেঙ্গালুরুর রজত পাতিদার ও কলকাতার অধিনায়ক আজেঙ্কা রাহানে ট্রফি নিয়ে মঞ্চে প্রবেশ করেন এবং ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর মধ্য দিয়ে পর্দা উঠে টুর্নামেন্টের। আইপিএলের উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবারের আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলছেন না। আইপিএলের নিলাম নাম দিয়েও দল পান সাকিব আল হাসান। তবে কোনো খেলোয়াড় যদি ইনজুরি পড়েন, তাহলে হয়তো সুযোগ হতে পারে বাংলাদেশের এই অলরাউন্ডার। বর্তমানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পরিপূর্ণ অলরাউন্ডার স্বত্ব ফিরে পেয়েছেন সাকিব। অন্যদিকে আইপিএল দল পান বাংলাদেশের বাঁমহাতি পেসার মোস্তাফিজুর রহমানও। নিলামে তার নাম থাকলেও কোনো দল আগ্রহ দেখায়নি।
এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১০টি দল। দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্চাব কিংস খেলবে। ‘বি’ গ্রুপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটানস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৭৪টি। ভারতের ১৩টি শহরে আইপিএলের খেলা হবে। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে