Views Bangladesh

Views Bangladesh Logo

যানজট-জলাবদ্ধতা নিয়ে পোস্টার; মামলা ছাড়াই গ্রাফিক্স ডিজাইনার কারাগারে

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪

য়মনসিংহে শামীম আশরাফ নামের এক গ্রাফিক্স ডিজাইনারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে তার বিরুদ্ধে কেউ মামলা করেনি।

শামীম আশরাফের বিরুদ্ধে অভিযোগ, তিনি অপ্রচারমূলক পোস্টার ডিজাইনের মাধ্যমে ময়মনসিংহ সিটি করপোরেশন ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নগরের আঠারোবাড়ি এলাকায় থেকে গ্রেপ্তার করা হয় শামীমকে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি সদরের দাপুনিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে। নগরে আশরাফের ‘গ্রাফিটি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র ইকরামুল হক টিটুকে নিয়ে পোস্টার তৈরি করা নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ কারণে শামীমকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফকে সোমবার ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে জামিন শুনানি না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শামীমের পোস্টারে নগরীর সমস্যা, বিশেষ করে তীব্র যানজট ও জলাবদ্ধতার চিত্র তুলে ধরা হয়েছে। তবে সিটি করপোরেশনের মেয়র একরামুল হক টিটুর অনুসারীদের অভিযোগ, শামীম পোস্টারের মাধ্যমে সিটি মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি নিজের নামে এসব পোস্টার করছেন না।

স্থানীয়রা জানিয়েছেন, শামীমকে গ্রেপ্তারের আগেই রাত সাড়ে ৯টার দিকে তার অফিসে যান ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনসহ ছাত্রলীগের কয়েকজন নেতা।

এ সময় তারা শামীমকে সিটি মেয়রের বিরুদ্ধে অপ্রচারমূলক পোস্টার তৈরির না করার অনুরোধ জানান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।

এ ঘটনার কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়রের বড় ভাই মো. আমিনুল হক শামীম সেখানে যান। এর ফলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশ শামীম আশরাফকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সমালোচনা সহ্য করা যায়, কিন্তু শামীম কোনো সূত্র না দিয়ে 'ইচ্ছাকৃতভাবে অযৌক্তিকভাবে' পোস্টারে তা করছেন।

অপরদিকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র পদে প্রার্থী এহতেশামুল আলম এ বিষয়ে সংবাদ সম্মেলন ডেকে শামীমকে গ্রেফতারের প্রতিবাদ জানান।

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ