Views Bangladesh Logo

গ্রাফিকস ডিজাইনার শামীম আশরাফ আ’লীগের অভ্যন্তরীণ কোন্দলের শিকার

য়মনসিংহের কবি ও গ্রাফিকস ডিজাইনার শামীম আশরাফ ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের শিকার হয়েছেন। দু’গ্রুপের বিরোধকে কেন্দ্র করে তাঁকে হেনস্তার শিকার হতে হচ্ছে এমন অভিযোগ সংস্কৃতিকর্মীদের। এ নিয়ে নগরীতে ক্ষমতাসীন দলের বিবাদও ফের প্রকাশ্যে এসেছে এবং দেখা দিয়েছে অস্থিরতা। সংস্কৃতি কর্মীরাও এ নিয়ে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষ বলছে এ নিয়ে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর নির্বাচনে প্রভাব পড়তে পারে। অপর পক্ষ বলছে শামীম আশরাফ যে অপরাধ করেছে তার শাস্তি হওয়া উচিত। তাই বিচ্ছিন্ন ওই ঘটনা আগামী মসিক নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শামীম আশরাফকে তার প্রতিষ্ঠান থেকে পুলিশ আটক করে। পরে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গত ১৯ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে তিনি জামিনে মুক্তি পান। এরপর ওই দিনই বিকেলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শামীম আশরাফের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য আদালত আদেশ দেয়। 

এব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) একটি প্রতিষ্ঠান। মসিক এর ভাবমূর্তি ক্ষুন্ন করায় গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফের বিরুদ্ধে সাইবার ট্র্যাইব্যুনালে মামলা করা হয়েছে। তিনি অরপাধী কি-না তা তদন্তকারি সংস্থা দেখবে। এই মামলা করার ব্যাপারে সাবেক মেয়র ইকরামুল হক টিটুর কোনো ইন্ধন নেই। তাই সাবেক মেয়র ইকরামুল হক টিটুর নির্বাচন করা কিংবা  না করার কোনো বিষয় নেই। প্রতিষ্ঠান তার নিজস্ব নিয়মেই চলবে।’

 মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার ক্তব্যের বিপরীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার  সভাপতি কবি ফরিদ আহমদ দুলাল বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। শামীম আশরাফের বিরুদ্ধে যে বিষয়ে অভিযোগ করা হয়েছে, তা ময়মনসিংহ শহরবাসীর  মনের কথা। শহরের বাসিন্দা যে কেউই সে বলবেন, আমরা যানজটমুক্ত শহর চাই, পরিচ্ছন্ন শহর চাই, ফুটপাত মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হোক। বিগত বছরগুলোতে  শহরে অপরিকল্পিতভাবে বিল্ডিং গড়ে ওঠায় আকাশ দেখতে পাচ্ছি না, তাই আকাশ দেখার দাবি  করছে শামীম। আমি মনে করি  আমাদের মনের কথাই সে বলছে। নাগরিকেদের মনের কথা বলায় কেন শামীম কে এ ধরনের হয়রানির মধ্যে পড়তে হবে?   অন্যায়ভাাবে একজন নাগরিককে হেনস্তার  ঘটনা মসিকের আসন্ন নির্বাচনেও প্রভাব ফেলতেই পারে। কারন যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত, সাধারন ভোটারদের কাছে তারা নেতিবাচকভাবে চিহ্নিত  হবেন।  
এ  প্রসঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখা (অপরাংশের) সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাসানী বলেন, ‘শামীম আশরাফ যে কর্মকান্ড করেছে, সেটা তার ব্যক্তিগত দায় । আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ইকরামুল হক টিটুর ভোটে এর  কোনো প্রভাব পড়ার কোনো  কারন  নেই বলেই মনে করি। 

নগরীর মদন বাবু রোডের আমপট্টি মোড়ে গ্রাফিটি নামে একটি গ্রাফিক ডিজাইনের দোকান ও ছাপাখানা আছে শামীম আশরাফের। তিনি প্রতিষ্ঠানের প্রধান ডিজাইনার। কবি ও সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ শামীমের বাড়ি সদর উপজেলার দাপুনিয়া হারগুজিরপাড় গ্রামে। গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি আল আমিনসহ কয়েকজন নেতা শামীম আশরাফের দোকানে যান এবং সিটি কর্পোরেশন ও সাবেক মেয়র ইকরামুল হক টিটুর বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার তৈরি করার বিষয়ে জানতে চান। ওই সময় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভও করেন তারা। কিছুক্ষণ মধ্যে পর সেখানে যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়রের বড় ভাই আমিনুল হক শামীম। এর কিছুক্ষণ পর পুলিশ শামীম আশরাফকে ধরে নিয়ে যায় থানায়। নিজের প্রতিষ্ঠানের ভেতরে হ্যান্ডকাফ পরা ছবি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা শামীমকে গ্রেফতারের বিরুদ্ধে সোচ্চার হন। শামীম আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর নতুন করে সাইবার নিরাপত্তা আইনে মামলার ঘটনারও প্রতিবাদ জানাচ্ছেন তারা। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ