সবুজ বাংলাদেশ নির্মাণে গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন ও বিএসআরএম'র মধ্যে চুক্তি
পরিবেশ ও নগর সবুজায়ন নিয়ে কাজ করা পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন এবং ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএসআরএম স্টিলস লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়।
চুক্তিতে যৌথ উদ্যোগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন সেভার্স এর ‘ট্রি গার্ডিয়ানশীপ প্রোগ্রাম’ এর আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিকল্পিত সবুজায়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায়, সেপ্টেম্বর ২০২৪ থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হবে। উদ্যোগটির মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার উপর গুরুত্ব প্রদান করা হবে।
প্রকল্পটির আওতায় শিক্ষার্থীদের পরিবেশগত সচেতনতা এবং বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিচর্যা বিষয়ক একটি কর্মশালা রয়েছে যেখানে শিক্ষার্থীরা গাছের বিভিন্ন প্রজাতির সঙ্গে পরিচিত হবে, গাছ রোপণ পদ্ধতি এবং গাছের যত্নের কৌশল সম্পর্কে জানতে ও শিখতে পারবে। প্রতিটি স্কুলে বৃক্ষ ও পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে।
এই প্রকল্পের আওতায় গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন ও বিএসআরএম উন্নত জাতের চারা, সার, কম্পোস্ট এবং বৃক্ষরোপণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সব রকম সহায়তা প্রদান করবে।
গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা আহসান রনি জানান, প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে হাতে-কলমে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তাদের মনে সবুজের বীজ বপণ করা যেন তারা যেসব গাছ রোপণ করছে তা আগামী প্রজন্মের জন্য বেড়ে ওঠে এবং পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে