সার্ভার ডাউনের কারণে স্কুল ভর্তির ফল দেখতে বিড়ম্বনার অভিযোগ
২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির অনলাইন লটারির ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে এ ফল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইট (https://gsa.teletalk.com.bd) ও এসএমএসের মাধ্যমে ফল দেখার সুযোগ রাখা হয়। তবে টেলিটকের সার্ভার ডাউনের কারণে অভিভাবকরা ফল দেখতে বিড়ম্বনায় পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
তারা জানান, ফল প্রকাশের পর কয়েক ঘণ্টা চেষ্টা করেও দেখা সম্ভব হয়নি।
কে এম জাহেদুল ইসলাম নামের একজন অভিভাবক বলেন, আমার দুই সন্তান স্কুল ভর্তির জন্য লটারিতে অংশ নিয়েছে। আজ ফল প্রকাশের পরই দেখার চেষ্টা করি। তবে সার্ভার ডাউন থাকায় কয়েক ঘণ্টা চেষ্টা করেও ফল দেখতে পারিনি।
তবে সার্ভার ডাউনের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে