Views Bangladesh Logo

ভারত-পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি

কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে টানা ১১ রাত ধরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর একতরফা গুলিবর্ষণ করছে পাকিস্তানি সেনাবাহিনী। সর্বশেষ ৪ মে মধ্যরাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো শুরু করলে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।

এদিকে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

উত্তেজনা চলাকালীন দুই দেশ পরস্পরের একজন করে সেনা সদস্যকে আটক করে। ২৩ এপ্রিল ভারতের বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাহু সীমান্ত পার হয়ে পাকিস্তানে ঢুকে পড়লে পাকিস্তান রেঞ্জার্স তাকে আটক করে। এর জবাবে ৩ মে রাজস্থানে ভারতের বিএসএফ এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে।

পেহেলগামে হামলার ঘটনার পর সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক অবনতির ঘোষণা দেয় ভারত। জবাবে পাকিস্তানও ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ এবং সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে।

এছাড়া গত শনিবার ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান, যেটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে ভারতীয় কর্মকর্তারা এই পরীক্ষামূলক উৎক্ষেপণকে ‘প্রকাশ্য উসকানি’ হিসেবে আখ্যায়িত করেন।

এমতাবস্থায় শনিবার সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এবং রোববার বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহের সঙ্গে জরুরি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ