Views Bangladesh Logo

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪০

 VB  Desk

ভিবি ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

মঙ্গলবার পুলিশ ও বাসিন্দারা জানায়, মালভূমি রাজ্যের জুরাক গ্রামে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

বাসিন্দারা বলছে, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও অনেক বেশি। তারা রয়টার্সকে জানিয়েছে, কয়েক ডজন বন্দুকধারী মোটরসাইকেলে করে গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এ ছাড়াও অসংখ্য মানুষকে অপহরণ করেছে এবং বাড়িঘরে আগুন দিয়েছে।

জুরাকের এক বাসিন্দা বাবানগিদা আলিউ বলেন, ‘তারা আমাদের গ্রামে প্রবেশ করার সাথে সাথে বিক্ষিপ্তভাবে গুলি করতে শুরু করে। তারা ৪০ জনেরও বেশি মানুষকে হত্যা করে। আমি কাছের গ্রামে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলাম। এখন পর্যন্ত আমি আমার পরিবারের অনেক সদস্যকে দেখিনি।’

আরেক বাসিন্দা টিমোথি হারুনা রয়টার্সকে বলেন, 'তারা অনেক মানুষকে হত্যা করেছে, অনেককে অপহরণ করেছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকে। তারা আমাদের বাড়িঘরেও আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় প্লেটো পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো বলেন, সোমবার রাতে রাজ্যের ওয়াসে স্থানীয় সরকার এলাকার বাঙ্গালালা বনে নিরাপত্তায় এজেন্টের সদস্যরা আগ্রাসী আক্রমণ চালালে সশস্ত্র ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে এসে জুরাক ও ডাকাই গ্রামে বন্দুক হামলা চালায়। 

এক বিবৃতিতে আলোবো বলেন, গ্যাং সদস্যরা নয়জনকে হত্যা করেছে এবং ছয়টি বাড়ি পুড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, মালভূমি পুলিশ কমান্ড গ্রামগুলোকে সুরক্ষিত করতে এলাকায় আরও অফিসার মোতায়েন করেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর নাইজেরিয়ার গ্রামীণ এলাকায় আক্রমণ এবং মুক্তিপণের জন্য অপহরণ সাধারণ ঘটনা। সেখানে সশস্ত্র দলগুলো গ্রাম, স্কুল এবং ভ্রমণকারীদের টার্গেট করেছে এবং অপহরণ করে মুক্তিপণ দাবি করছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ