পাকিস্তানে ৭ বাসযাত্রীকে গুলি করে হত্যা
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে একটি বাস থামিয়ে যাত্রীদের পরিচয় শনাক্ত করার পর সাতজনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানান কর্মকর্তারা।
বার্তা সংস্থা এএফপির খবরে জানা গেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়রি) রাতে বেলুচিস্তানের একটি মহাসড়কে ঘটনাটি ঘটে। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাসের টায়ার ছিদ্র করে দেয় হামলাকারীরা।
জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সাদাত হুসাইন এএফপিকে বলেন, বন্দুকধারীরা বাসে উঠে যাত্রীদের পরিচয়পত্র দেখতে চায়। যারা পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ছিলেন, তাদের বাস থেকে নামিয়ে সন্ত্রাসীরা হত্যা করে।
তিনি আরও বলেন, ‘নিহতদেরকে সারিবদ্ধ করে গুলি করে হত্যা করা হয়।’
তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
উল্লেখ্য, গত কয়েক বছরে নিরাপত্তা বাহিনী ও জাতিগত গোষ্ঠীগুলোর ওপর হামলার সংখ্যা বৃদ্ধি পায়, বিশেষ করে পাঞ্জাব প্রদেশ থেকে আসা শ্রমিকদের লক্ষ্য করে। পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও সমৃদ্ধ প্রদেশ এবং সামরিক বাহিনীর জন্য একটি প্রধান নিয়োগ কেন্দ্র।
গত বছর সমন্বিত হামলায় অন্তত ৩৯ জনকে হত্যা করে বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যরা, যেখানে নিহতদের অধিকাংশই ছিলেন পাঞ্জাবের। এ ছাড়াও চলতি বছরের জানুয়ারিতে এক বোমা হামলায় ছয়জনকে হত্যা করে বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে