Views Bangladesh

Views Bangladesh Logo

ঢাকায় সকালে ৮৩ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ৩১ মার্চ ২০২৪

রাজধানীতে রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৬টার পর থেকে আকাশ মেঘলা ছিল। এরপর পৌনে সাতটার দিকে শুরু হয় প্রবল বৃষ্টি আর বাতাস। ঢাকায় ৮৩ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে। এতে শীতল হাওয়া অনুভব হচ্ছে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। সাড়াদেশে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঢাকায় সকাল পৌনে সাতটার দিকেকে বৃষ্টি ও ঝড়ো হওয়া শুরু হয়। ঢাকায় ৮৩ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। রাজধানী ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কিছু অংশে আজ বৃষ্টি হয়েছে। তবে আজ দিনের পরের অংশে বৃষ্টি আর খুব বেশি হবে না।

মার্চ মাসে দেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫২ দশমিক ৪ মিলিমিটার। চার দিন আগে পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, দেশের গড় বৃষ্টির চেয়ে ১৫ শতাংশ বৃষ্টি বেশি হয়েছিল। আর ঢাকায় এ মাসে গড় বৃষ্টির পরিমাণ ৬৫ দশমিক ৮ শতাংশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ