বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টাকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের (ইউএন) মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সোমবার (১২ অগাষ্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।
বিবৃতিতে আরও বলা হয়, আগামী সপ্তাহগুলিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সারাদেশের নারী, যুবক ও জনগণের কণ্ঠস্বরকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি দেশটিকে জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে বলেছেন জাতিসংঘ মহাসচিব।
মঙ্গলবার (১৩ অগাষ্ট) অপর এক বিবৃতিতে বলা হয়, মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।
এতে আরও বলা হয়, সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত সকল কর্মকাণ্ডের সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের ওপর জোর দিতে বলেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে