Views Bangladesh Logo

৭ মে পর্যন্ত বাড়ল হজ ভিসা আবেদনের সময়

 VB  Desk

ভিবি ডেস্ক

র্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হজের ভিসার আবেদনের শেষ সময় বাড়িয়েছে সৌদি সরকার। এর ফলে আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন হজযাত্রীরা। এর আগে শেষ সময় ছিল ২৯ এপ্রিল।

এ বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম সংবাদমাধ্যমকে জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশিদের জন্য হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি।

হজ ভিসা আবেদনের সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম সচিব মু. আবদুল হামিদ জমাদ্দারও। এ প্রসঙ্গে তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের বেশিরভাগ এখনো ভিসার আবেদন করতে পারেননি। বাড়ি ভাড়া করতে না পারা অন্যতম কারণ। অল্প কয়েকদিনে এত সংখ্যক হজযাত্রীর ভিসার আবেদন করাও সম্ভব নয়। পুরো বিষয়ে সংকটের কথা উল্লেখ করে সৌদি সরকার ও দূতাবাসকে হজের ভিসার আবেদনের সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল।

সময় বাড়ানোয় সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে ধর্ম সচিব বলেন, হজ এজেন্সিগুলো এ সময়ের মধ্যে ভিসা আবেদন করবে।

আগামী ৯ মে থেকে চলতি বছরের হজের ফ্লাইট শুরু হবে। তার আগে ৮ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ