Views Bangladesh

Views Bangladesh Logo

হ্যালি-পম্পেওকে দ্বিতীয় প্রশাসনে নেবেন না ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১০ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হতে চাওয়া নিকি হ্যালি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তার দ্বিতীয় প্রশাসনে যোগ দিতে বলা হবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর হ্যালি ২০১৬ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম প্রশাসনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার লড়াইয়ে (প্রাইমারি) ট্রাম্পের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে মাঠে নেমেছিলেন হ্যালি। সুবিধা করতে না পেরে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন ও পরে ট্রাম্পকেই সমর্থন দেন।

আর পম্পেও ছিলেন ট্রাম্পের প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প প্রশাসনে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করা পম্পেওকে কিছু মিডিয়া প্রতিবেদনে সম্ভাব্য প্রতিরক্ষা সচিব হিসাবে উল্লেখ করা হয়। গত বছরের এপ্রিলে তিনি প্রার্থী হবেন না বলে ঘোষণা দেয়ার আগে তাকেও সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখা হয়েছিল।

শনিবার (৯ নভেম্বর) ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘আমি সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বা সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ট্রাম্প প্রশাসনে যোগ দিতে আমন্ত্রণ জানাবো না। আমি এর আগে তাদের সঙ্গে কাজ করা খুব উপভোগ এবং প্রশংসা করেছি এবং আমাদের দেশের সেবার জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই’।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালি বলেছেন, ‘জাতিসংঘে আমেরিকার পক্ষে কাজ করতে পেরে আমি গর্বিত। আগামী চার বছরে আমাদেরকে আরও শক্তিশালী, নিরাপদ আমেরিকা গড়ার দিকে এগিয়ে নিতে আমি তার এবং তাদের সবার সাফল্য কামনা করি’।

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের আগে ট্রাম্প তার প্রশাসনে কাজ করতে সম্ভাব্যদের সঙ্গে বৈঠক করছেন। শুক্রবার (৮ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে মনোনীত প্রখ্যাত বিনিয়োগকারী স্কট বেসেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প প্রথম মেয়াদের কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে দ্বিতীয় প্রশাসনেও রাখার ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, ২০২৫ সালে তার প্রেসিডেন্টের অভিষেক সহ-সভাপতিত্ব করবেন রিয়েল এস্টেট বিনিয়োগকারী ও প্রচারকারী স্টিভ উইটকফ এবং প্রাক্তন সিনেটর কেলি লোফলার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ