Views Bangladesh Logo

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলের সঙ্গে নতুন করে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির প্রস্তাব মেনে নিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (৬ মে)  রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

ফিলিস্তিনি এই সশস্ত্র গোষ্ঠীর একজন কর্মকর্তা বলেন, বল এখন ইসরায়েলের কোর্টে।

এ বিষয়ে একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেন, শর্তগুলো মানা হলে ‘চিরতরে শত্রুতাপূর্ণ কার্যকলাপ’ বন্ধ করতে সম্মত হয়েছে হামাস।

এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় হামাসের এক বিবৃতিতে বলা হয়, তাদের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা প্রধানকে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানিয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের গৃহীত প্রস্তাবটি ‘ইসরায়েলের মৌলিক চাহিদা থেকে অনেক দূরে’। তবে আলোচনা অব্যাহত থাকবে।

গাজা যুদ্ধবিরতি চুক্তির ভিত্তি হলো কয়েক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক জিম্মি বা বন্দিদের মুক্তি দেয়া। আর এর মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রামের সমাপ্তির কথা ভাবছে হামাস। যদিও এ বিষয়ে কোনো বিস্তারিত বিবরণ দেয়নি গোষ্ঠীটি।

বিসিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবার দুই দফায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফায় ইসরায়েলি কারাগার থেকে ৫০ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি পাবে হামাসের হাতে বন্দি নারী ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে কয়েকজন রয়েছেন, যারা যাবজ্জীবন সাজা ভোগ করছেন।

সংবাদমাধ্যমটি বলছে, দুই দফা মিলিয়ে ৮৪ দিনের যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলি সৈন্যরা গাজায় থাকবে; কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১১ দিনের মধ্যে ইসরায়েল ভূখণ্ডে তাদের স্থাপন করা সামরিক স্থাপনাগুলো ভেঙে ফেলা শুরু করবে ইসরায়েলি সামরিক বাহিনী।  তারা সালাহ আল-দিন রোড থেকে সরে যাবে,  যা প্রধান উত্তর-দক্ষিণ রুট এবং উপকূলীয় রাস্তা হিসেবে পরিচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ