নতুন ১৫ হাজার সদস্য নিয়োগ করেছে হামাস
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন করে প্রায় ১৫ হাজার যোদ্ধা নিয়োগ করেছে।
গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত মার্কিন কংগ্রেসের দুজন সদস্য রয়টার্সকে বলেছেন, ইরান সমর্থিত এই সংগঠনের যোদ্ধারা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হিসেবে রয়ে গেছে। তবে, এই তথ্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিবেদন প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।
গোয়েন্দা তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে ১০ থেকে ১৫ হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছেন।
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সংঘাতে গাজা উপত্যকা ব্যাপক ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে এবং পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মার্কিন গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, হামাসের নতুন নিয়োগপ্রাপ্ত যোদ্ধাদের বেশিরভাগই তরুণ এবং প্রশিক্ষণহীন। তারা মূলত নিরাপত্তার কাজে ব্যবহৃত হচ্ছেন। তবে এ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ১৪ জানুয়ারি বলেছিলেন, গত ১৫ মাসে হামাস যতো যোদ্ধা হারিয়েছে, তার চেয়ে বেশি যোদ্ধা তারা নতুন করে নিয়োগ দিয়েছে। তিনি একে ‘চিরস্থায়ী যুদ্ধের রেসিপি’ বলে আখ্যায়িত করেছেন।
তবে ইসরায়েলের তথ্য অনুসারে, গাজায় মোট নিহতের সংখ্যা প্রায় ২০ হাজার।
হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা গত জুলাইয়ে জানিয়েছেন, সংগঠনটি হাজারো নতুন যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে।
যুদ্ধবিরতির পর গাজায় নিজেদের অবস্থান ফের মজবুতও করেছে হামাস। ইসরায়েল তাদের ধ্বংসের হুশিয়ারি দিলেও হামাস দ্রুত নিরাপত্তা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং মৌলিক সেবাগুলো চালু করেছে। ইসরায়েলি হামলায় পুরো অঞ্চলের মৌলিক অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে