Views Bangladesh

Views Bangladesh Logo

ইসরায়েলি সেনাদের জিম্মি করেছে হামাস, অস্বীকার করেছে ইসরায়েল

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২৬ মে ২০২৪

সরায়েলি সেনাদের জিম্মি করেছে হামাস। অপরদিকে, দাবি অস্বীকার করেছে ইসরায়েল। শনিবার (২৫ মে) উত্তর গাঁজার জাবালিয়া শহরে এক লড়াইয়ের সময় এই সেনাদের জিম্মি করা হয়েছে বলে জানিয়েছে হামাসের একজন মুখপাত্র। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

তবে, কতজন সেনাকে জিম্মি করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি এই ব্যক্তি। সৈন্য আটকের ক্ষেত্রে কোনো প্রমাণও তিনি দিতে পারেননি।

আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানান, আমাদের যোদ্ধারা জায়োনিস্ট বাহিনীর কিছু সৈন্যকে একটি সুড়ঙ্গের ভেতরে টেনে আনে। সকল সৈন্যকে হত্যা, আহত ও বন্দী করার পর আমাদের যোদ্ধারা সুড়ঙ্গ ত্যাগ করে। আল জাজিরা হামাসের কাছ থেকে পাওয়া রেকর্ড করা বার্তাটি প্রচার করেছে।

এদিকে, রোববার (২৬ মে) এক বিবৃতিতে হামাসের দাবি প্রত্যাখান করেছে ইসরায়েল। এক ভিডিওতে হামাস যোদ্ধাদের একজন রক্তাক্ত সৈন্যকে টেনে নিয়ে যেতে দেখা যায়। আহত সৈন্যের পরিচয় নির্ণয় করা সম্ভব হয়নি।

শনিবার (২৫ মে) হামাস ও ইসরায়েলের মাঝে আলোচনার সম্ভাবনা সৃষ্টি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সৈন্য আটকের এই খবর দিলো হামাস।

হামাসের একজন কর্মকর্তা জানান, কাতারের প্রধানমন্ত্রী ও সিআইএ প্রধানের সাথে মোসাদ প্রধানের সাক্ষাতের পর আলোচনার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের যৌথ প্রচেষ্টায় তৈরি করা সমঝোতা চুক্তিতে হামাস ও ইসরায়েলের সই করার কথা ছিল। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩৭ হাজার মানুষ নিহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ