Views Bangladesh

Views Bangladesh Logo

গাজায় ত্রাণ নিতে এসে ২৯ ফিলিস্তিনি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুটি পৃথক জায়গায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এসব ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামাস শাসিত গাজা ভূখণ্ডের আল-নুসিরাত শিবিরে ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় আট ফিলিস্তিনি নিহত হন। পরে গাজার উত্তরাঞ্চলে ত্রাণের ট্রাকের সামনে অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ২১ জন নিহত ও ১৫০ জন আহত হন। তবে ত্রাণ নেওয়ার সময় হামলার বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে ইসরায়েল।

এক বিবৃতিতে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা গণমাধ্যমকে শুধুমাত্র বিশ্বাসযোগ্য তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানাই।’

এর আগে গত মাসের শেষদিকে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গুলিতে অন্তত ১০৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭০০ জন। তারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিল।

গত পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহত হয়েছে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি। আর ভূখণ্ডটির ২৩ লাখ বাসিন্দারা প্রায় সবাই ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে রোজা। তাতেও হামলা কমেনি।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ