পঞ্চম দফা বন্দী বিনিময়ে মুক্তি পাচ্ছেন আরও ৩ ইসরায়েলি, ১৮৩ ফিলিস্তিনি
গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে শনিবার(৮ ফেব্রুয়ারি) তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। যার বিনিময়ে ইসরায়েল ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এটি বন্দী বিনিময়ের পঞ্চম দফা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই বন্দী বিনিময় এমন একটা সময়ে হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার এবং ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার প্রস্তাব দিয়েছেন। ট্রাম্পের এই প্রস্তাবকে ঘিরে পুরো অঞ্চলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এর আগে শুক্রবার তিনজন ইসরায়েলি বন্দির নাম প্রকাশ করে হামাস, যাদেরকে আজ (শনিবার) তারা মুক্তি দিতে যাচ্ছে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করে, গাজা থেকে মুক্তিপ্রাপ্তদের তালিকা তারা পেয়েছে।
হামাসের প্রকাশিত নাম অনুযায়ী, শনিবার মুক্তি পেতে যাওয়া ব্যক্তিরা হলেন- এলি শারাবি, ওর লেভি এবং ওহাদ বেন আমি। নেতানিয়াহুর কার্যালয়ও তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে গত সপ্তাহে হামাসের হাতে আটক থাকা ইয়ারডেন বিবাস মুক্তি পাওয়ার পর শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তার স্ত্রী ও দুই সন্তানকে গাজা থেকে ফিরিয়ে আনতে তাকে সাহায্য করা হয়।
এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিবাস বলেন, ‘আমি এখন আপনাকে আমার নিজের ভাষায় বলছি... আমার পরিবারকে ফিরিয়ে আনুন, আমার বন্ধুদের ফিরিয়ে আনুন, সবাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন" বলেন , যিনি মুক্তির পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলছেন।
বিবাসের এই আহ্বান প্রথমবারের মতো প্রকাশ্যে আসার আগে হামাস জানিয়েছিল, তার স্ত্রী শিরি এবং দুই ছেলে-আরিয়েল ও কফির মারা গেছে, যারা সবচেয়ে কম বয়সী বন্দী। তবে ইসরায়েল এখনো এই মৃত্যুর খবর নিশ্চিত করেনি।
এদিকে যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহু ওয়াশিংটনে থেকেই এই বন্দি বিনিময়ের প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে তার কার্যালয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে