গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন। এ হামলায় তার স্ত্রীও মারা যান বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়।
রোববার (২৩ মার্চ) সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, আল-মাওয়াসি এলাকার খান ইউনিসে তাদের তাঁবুতে বিমান হামলা চালানো হলে তারা নিহত হন। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইলের মৃত্যু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের জন্য একটি উল্লেখযোগ্য ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় চারজন নিহত হন। গত কয়েক ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, এসব হামলার প্রধান লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চল।
আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজউম জানিয়েছেন, ইসরায়েলি ড্রোনগুলো কেন্দ্রীয় গাজায় এখনও অভিযান চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘এখানকার পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। আমি কথা বলার সময়ও ইসরায়েলি ড্রোনগুলো ড্রোন উড়ার শব্দ শুনতে এবং দেখতে পাচ্ছি।’
সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আক্রমণ বাড়িয়েছে ইসরায়েল। এসব হামলা ঘনবসতিপূর্ণ এলাকা, হাসপাতাল, স্কুল এবং মসজিদে চালানো হয়, যা সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে।
আল জাজিরা আরও জানায়, ইসরায়েলি বাহিনী রাফাহ ও বেইত হানুনে প্রবেশ করেছে এবং নেটজারিম করিডোরের আংশিক নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এখনো পর্যন্ত হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সরাসরি সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।
এই অব্যাহত হামলার কারণে ফিলিস্তিনি সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একইসঙ্গে গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে