Views Bangladesh Logo

চার ইসরায়েলী জিম্মির মুক্তির বদলে ২০০ ফিলিস্তিনি কারাবন্দী মুক্তি পাচ্ছে

 VB  Desk

ভিবি ডেস্ক

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস দ্বিতীয় দফায় চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে। শনিবার (২০ জানুয়ারি) গাজায় আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের হাতে তুলে দেওয়ার পর তাদের ইসরায়েলে পাঠানো হয়। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, গাজা নগরীতে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে হামাস এই চার নারী জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেয়। তাদের মুক্তির সময় হাসিমুখে হাত নাড়তে দেখা যায়। অনুষ্ঠানে হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র সদস্যদের উপস্থিতি ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মুক্তি পাওয়া চার নারী সেনা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা গাজার সীমান্তে ইসরায়েলি একটি সামরিক ঘাঁটি আক্রমণ করে তাদের জিম্মি করেছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস গাজা থেকে ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। এতে ১,২০০ জন নিহত এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা ১৫ মাস ধরে চলে। এতে ৪৭,৩০০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১১ হাজার ৫০০ জন আহত হন। এখনও নিখোঁজ ১১ হাজার মানুষ।

কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রথম দফায় হামাস তিন নারী জিম্মিকে মুক্তি দেয় এবং ইসরায়েল ৯০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ছেড়ে দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ