Views Bangladesh Logo

আগে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, পরে আলোচনা: ইসরায়েলকে হামাস

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা শুরুর আগে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে হামাস।


বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল জানিয়েছে, ছয়জন জীবিত ও চারজন মৃত বন্দির মুক্তির বিনিময়ে ৬০০-এর বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। ইসরায়েল দাবি করেছে, হামাস একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে এবং হস্তান্তরের সময় ‘অপমানজনক আচরণ’ করেছে।


হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত চুক্তিকে ‘গভীর সংকটে’ ফেলেছে। তিনি মধ্যস্থতাকারীদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে, ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।


চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি শনিবার শেষ হতে যাচ্ছে। তবে দ্বিতীয় ধাপ নিয়ে এখনো কোনো আলোচনা শুরু হয়নি।


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি এখন ‘নাজুক’ অবস্থায় রয়েছে এবং পুনরায় সংঘাত এড়ানো জরুরি হয়ে পড়েছে। তিনি সব অবশিষ্ট বন্দির ‘সম্মানজনক মুক্তি’র আহ্বান জানান।


শনিবার, যুদ্ধবিরতির প্রথম ধাপের শেষ সপ্তাহের শুরুতে হামাস ছয়জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়। আগের মতো এবারও পাঁচজনকে সশস্ত্র যোদ্ধাদের পাশে মঞ্চে দাঁড় করিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়, পরে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।


পরে হামাস আরও দুই বন্দির একটি ভিডিও প্রকাশ করে, যেখানে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তাদের মুক্তির ব্যবস্থা করতে অনুরোধ করছেন। বন্দিদের পরিবারের একটি সংগঠন এই ভিডিওকে ‘নিষ্ঠুরতার ভয়াবহ প্রদর্শনী’ বলে অভিহিত করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ