Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলায় ৭ জিম্মি নিহত, দাবি হামাসের

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হামাসের কব্জায় থাকা জিম্মিদের মধ্যে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করেছেন হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা।

এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। জবাবে ওইদিন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ওই সাতজন মারা যান।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটি জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ইসরায়েলি ছিলেন। তারা হলেন-হাইম গের্শন পেরি, ইওরাম ইটাক মেটজগার এবং আমিরাম ইজরায়েল কুপার। বাকি চারজনের পরিচয় পরে প্রকাশ করা হবে বলে জানায় তারা।

এ ব্যাপারে মুখপাত্র আবু উবাইদা বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলিতে যাচাই-বাছাই করার পর আমরা নিশ্চিত হয়েছি যে ইসরায়েলি বোমা হামলায় আমাদের বেশ কয়েকজন যোদ্ধা মারা গেছেন এবং গাজা উপত্যকায় হামাসের হাতে আটক আরও সাতজন বন্দিকে হত্যা করা হয়।’

তাদের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে হামাস জানিয়েছে, এর মধ্য দিয়ে নিহত জিম্মির সংখ্যা এখন ৭০ ছাড়িয়ে যেতে পারে।

এর আগে গত বছরের নভেম্বরে হামাস ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়। সেই চুক্তির অংশ হিসে ১০৫ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ২৪০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। তবে ইসরায়েল বলছে, গাজার ভেতরে এখনও শতাধিক জিম্মি রয়েছে।

অন্যদিকে এখনও বন্দি বিনিময়ের মাধ্যমে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলের সাথে একটি চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবেদা।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে হামাসের যোদ্ধারা। এ ছাড়াও ২৪০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে যায় তারা। সেদিনের ওই হামলার পর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৩০ হাজার ২২৮ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ