Views Bangladesh Logo

১৭ মার্চ আসছেন হামজা, বরণের অপেক্ষায় বাংলাদেশ

পেক্ষার পালা শেষ হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১টায় বাংলাদেশে পা রাখবেন দেওয়ান হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে উড়ে এসে সিলেট বিমানবন্দরে নামবেন এই তারকা ফুটবলার। সেখান থেকে সোজা গ্রামের বাড়ি হবিগঞ্জের স্নানঘাটে চলে যাবেন হামজা। তবে বাফুফের পক্ষ থেকে বড় কোনো সংবর্ধনার আয়োজন না থাকলেও সিলেট বিমানবন্দরে হামজাকে বরণ করে নেবেন বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা। এরই মধ্যে বাফুফের কর্মকর্তারা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবস্থান করছেন।

নিজের গ্রামের বাড়ি স্নানঘাটে এক দিন কাটিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে হামজার। তার সঙ্গে হবিগঞ্জ থেকে সফরসঙ্গী হবেন বাফুফের এই কর্মকর্তারা। এরই মধ্যে হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী আগেই গ্রামের বাড়িতে অবস্থান করছেন। হামজার সঙ্গে আসছেন তার স্ত্রী, সন্তানরা। ১৬ মার্চ শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ রয়েছে। এই ম্যাচটি খেলার পরই সিলেটের বিমান ধরবেন হামজা।

ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার হামজাকে ঘিরে দেশের ফুটবলে অনেক দিন ধরেই আলোচনা। বর্তমানে ক্লাব লেস্টার সিটি ছেড়ে চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন এই ফুটবলার। তাকে রেখেই এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য দল গঠন করেছে বাংলাদেশ। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। এই ম্যাচ খেলার জন্যই হামজার আগমন। এর আগেও বাংলাদেশে এসেছেন হামজা। তবে এবার তার আসাটা বিশেষ কিছুই। কেননা বাংলাদেশের ফুটবলার পরিচয়ে দেশে আসছেন এই ইংল্যান্ড প্রবাসী।

হামজাকে বরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বিশেষ করে হামজার নিরাপত্তার বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তার নিরাপত্তার নিশ্চিত করা জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ‘হামজার বাবার দেওয়ান গোলাম মোর্শেদের সঙ্গে কথা-বার্তা হচ্ছে আমাদের। উনার সঙ্গে কথা বলেই আমরা নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করব। উনি হবিগঞ্জে আছেন। তার সঙ্গে আমরা যোগাযোগ করছি যে, কীভাবে নিরাপত্তার বিষয়টি জোরদার করা যায়।’

গ্রামের বাড়ি হবিগঞ্জ থেকে ঘুরে ঢাকায় যাওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। এ ছাড়া দলের সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন হামজা। ঢাকার মাঠে নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এর আগে সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে পরিচয় পর্বও রয়েছে। একটি কথা চাউর হয়েছিল যে, হামজা নিজের সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক নিয়ে আসবে; কিন্তু কোনো চিকিৎসক নিয়ে আসছেন না এই ফুটবলার। পরিবারের সদস্যরাই তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ