বাংলাদেশ ফুটবল দলে হামজা চৌধুরী
আগামী মার্চে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে। এই ম্যাচকে সামনে রেখে রোববার ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুমিতভাবেই বাংলাদেশ দলে জায়গা করে নিলেন ইংলিশ লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। প্রথমবারের মতো বাংলাদেশ দলে অর্ন্তভুক্ত হলেন বর্তমানে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই মিডফিল্ডার। তার সঙ্গে দলে প্রথমবারের মতো জায়গা পেলেন আরও পাঁচ নতুন ফুটবলার। তারা হলেন-গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত, মিডফিল্ডার ফাহামেদুল ইসলাম এবং ফরোয়ার্ড আরিফ হোসেন ও আল আমিন।
ভারত ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প গড়বে বাংলাদেশ ফুটবল দল। এই ক্যাম্পে ইংল্যান্ড প্রবাসী ফুটবল তারকা হামজা থাকবেন কি না- তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে ভারত ম্যাচের আগে বাংলাদেশে আসবেন হামজা। মার্চের প্রথম সপ্তাহে সৌদি আরবে ক্যাম্প শুরু হতে পারে। অপরদিকে পায়ে অস্ত্রোপচারের কারণে দলে জায়গা পাননি বিশ্বনাথ ঘোষণা। তবে দলে আছেন ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া।
যদিও প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে খেলেননি বাংলাদেশ ফুটবল দলের এই অধিনায়ক। তবে লিগের দ্বিতীয় পর্বে চুক্তি সংক্রান্ত জটিলতা কাটিয়ে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতে নামবেন জামাল। দল ঘোষণার পর বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা জানালেন, বিপিএল ও ফেডারেশন কাপে পারফরম্যান্স বিবেচনা করে খেলোয়াড় বাছাই করা হয়েছে। ইউরোপের ফুটবল লিগে খেলা হামজা দলে যোগ দেওয়ায় দলের শক্তি বাড়বে। তাকে ঘিরে বেশ আশাবাদী কোচ কাবরেরা।
আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারত ও বাংলাদেশ এশিয়ান বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলবে।
বাংলাদেশ প্রাথমিক ফুটবল দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান শান্ত
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী; ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে