Views Bangladesh Logo

হামজার বিদায়ী বার্তা: ‘ইনশাআল্লাহ জুনে ফিরবো’

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাতিয়ে আজ (২৭ মার্চ) ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন দেওয়ান হামজা চৌধুরী। সকালে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাত্রা করেন এই তারকা ফুটবলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইটে ওঠেন হামজা। এরপর সিলেট থেকে একই ফ্লাইটে ১১টা ৪৫ মিনিটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে উড়াল দেন তিনি।

গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার। এরপর থেকেই তাকে ঘিরে দেশের ফুটবল অঙ্গনে তৈরি হয় অভূতপূর্ব উন্মাদনা। ১৭ ও ১৮ মার্চ ঢাকায় বিশাল সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হন হামজা। ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন এবং ঢাকায় একদিন অনুশীলন শেষে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলংয়ে উড়ে যান।

২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন এই ফুটবলার। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর গত বুধবার ঢাকায় ফিরে আসেন হামজা।

ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এক ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, ‘ইনশাআল্লাহ, আগামী জুনে আবার ফিরবো, সবার সঙ্গে দেখা হবে।’

আগামী ১০ জুন, ঢাকায় এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। হামজা সেই ম্যাচে ফের বাংলাদেশের হয়ে মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ