Views Bangladesh

Views Bangladesh Logo

আমার নামে অবৈধ সুবিধা নিলে পুলিশে সোপর্দ করুন: আসিফ নজরুল

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

তার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা অবৈধ সুবিধা পাওয়ার চেষ্টা চালালে তাকে পুলিশে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

‘যেকোনো ধরনের চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায় বা আমাদের নামে হুমকি দেওয়া থেকে বিরত থাকুন। আমরা যদি এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হই, উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে’ বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন আসিফ নজরুল।

তিনি আরও বলেন, ‘সরকারি দায়িত্ব নেওয়ার আগে ও পরে অনেকেই আমার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছেন। আমি সরকারে যোগদানের আগে অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছি এবং অনেকে আমার সাথে ছবি তুলেছে।’ কেউ কেউ আমাকে জানিয়েছে যে, কিছু ব্যক্তি এই ছবিগুলো ব্যবহার করে অবৈধ সুবিধা লাভ করছে৷ কেউ কেউ বিভিন্ন দাবিতে চাঁদাবাজির চেষ্টাও করেছে। আমি এসব শুনেছি, যদিও আমি জানি না সত্য কি মিথ্যা’।

আসিফ নজরুল বলেন, ‘আমি এর তীব্র নিন্দা করছি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ বা করার চেষ্টা করলে তাকে পুলিশে সোপর্দ করতে হবে। কেউ যদি আমার নাম ব্যবহার করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বা অবৈধ ফায়দা হাসিল করে, তাহলে দয়া করে তাদের পুলিশে সোপর্দ করুন এবং মামলা করুন। ফেসবুকের মাধ্যমে মামলার কপি আমাকে পাঠান। আমি অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব’।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল।

তিনি বলেন, ‘আমি বা আমার সরকারের কেউই কোনো ধরনের বেআইনি কার্যকলাপ বরদাস্ত করব না। যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করছে, তাদের আমি কড়া হুঁশিয়ারি দিচ্ছি; বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কোনো অন্যায় করবেন না এবং আমাদের নাম ব্যবহার করবেন না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ