কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে নিজ বাসভবন থেকে রাকিবুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী ঈদগাঁর পাশে নিজ বাড়ি থেকে ওই পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত রাকিবুল ইসলাম কাটলামারী গ্রামের শামু আলীর ছেলে। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে তার শোবার ঘরের দরজা বন্ধ করে স্কার্ফ দিয়ে গলায় ফাঁস দেন রাকিবুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “পুলিশ সদস্য রাকিবুলের বাবা ব্যবসা করেন। তাদের অনেক টাকা ঋণ রয়েছে। এসব টাকা ছেলের কাছ থেকে তিনি চাইতেন। পুলিশ সদস্য রাকিবুল কিছুটা মানসিক চাপেও ছিলেন। ধারণা করা হচ্ছে এসব কারণেই তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।”
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে