Views Bangladesh Logo

সহকারী নির্বাচক হান্নান সরকারের পদত্যাগ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দত্যাগ করেছেন জাতীয় ক্রিকেট দলের সহকারী নির্বাচক হান্নান সরকার। ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি থাকলেও এক বছরের মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিলেও ক্রিকেটে সম্পৃক্ততা অব্যাহত রাখবেন হান্নান সরকার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে কোচিংয়ে ক্যারিয়ার শুরু করতে চলেছেন তিনি।

‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি এবং এই মাসের শেষ পর্যন্ত এই ভূমিকায় থাকব’- বলেছেন তিনি।

হান্নান সরকার বলেন, ‘এখন, আমার ফোকাস ডিপিএলে কোচিংয়ে। কয়েকটি দলের সাথে আলোচনায় আছি। দেখা যাক, কিভাবে বিষয়গুলো উন্মোচিত হয়’।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি যোগ করেন, ‘স্থানীয় কোচদের প্রতি বিসিবির ক্রমবর্ধমান মনোযোগ আমার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। আমার ভবিষ্যৎ বিবেচনায় এই পছন্দ করেছি। আমি বিশ্বাস করি, কোচিং শুধু আমাকেই উপকার করবে না, বাংলাদেশের ক্রিকেটেও অবদান রাখবে’।

‘একজন নির্বাচকের অবস্থানকে অত্যন্ত সম্মান করা হয় এবং অনেকেই এটি ছেড়ে দিতে দ্বিধা করেন’- বলেন তিনি।

হান্নান সরকার তার যুক্তি স্পষ্ট করে বলেছেন, ‘আমি এক বছর জাতীয় নির্বাচক এবং আট বছর বয়স-স্তরের নির্বাচক হিসাবে কাজ করেছি, এটি মোট আট বছর এবং আট মাসের ক্যারিয়ার হয়েছে। আমি এই ভূমিকায় আমার সময় সত্যিই উপভোগ করেছি। কিন্তু আমি অনুভব করেছি, এটি আমার ভবিষ্যত পুনর্বিবেচনার সঠিক মুহূর্ত ছিল। আমি জানি না, এটি একটি সাহসী বা দুর্বল সিদ্ধান্ত। তবে তিন মাস চিন্তার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এটি আমার জন্য সেরা পদক্ষেপ’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ