টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে হার্দিক
শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠলেন ভারতের হার্দিক পান্ডিয়া। হাসারাঙ্গার সাথে রেটিং সমান ২২২ হলেও, ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকায় সিংহাসন দখলে নিলেন পান্ডিয়া।
বুধবার টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ইনিংসে ব্যাট করে ১৫১ দশমিক ৫৭ স্ট্র্রাইক রেটে ১৪৪ রান করেন পান্ডিয়া। বল হাতেও দারুণ ছন্দে ছিলেন তিনি। ১৯১ রান দিয়ে ১১ উইকেট নেন পান্ডিয়া। তবে ব্রিজটাউনে বিশ্বকাপের ফাইনালে ম্যাচের শেষ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিলো ১৬ রান। সেই ম্যাচে ভারতকে ৭ রানের জয় উপহার দেন পান্ডিয়া। যার সুবাদে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া।
শিরোপা নির্ধারণী ম্যাচে ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট পান্ডিয়া। এমন দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দুই ধাপ এগিয়ে র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন তিনি। র্যাংকিংয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও বাংলাদেশের সাকিব আল হাসানের। স্টয়নিস ২১১ রেটিং নিয়ে তৃতীয়, ২১০ রেটিং নিয়ে রাজা চতুর্থ এবং ২০৬ রেটিং নিয়ে পঞ্চমস্থানে সাকিব।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে