Views Bangladesh

Views Bangladesh Logo

গাজায় যুদ্ধ বন্ধ চান কমলা; ইসরায়েল- হামাস যুদ্ধবিরতি চুক্তির আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। সেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিরও আহ্বান তার।

যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনি এ উপত্যকাটি ফের ইসরায়েলের দখল করা উচিত হবে না বলেও মনে করেন কমলা। বলেন, মধ্যপ্রাচ্যে এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে, যেন ইরান ক্ষমতাশালী হয়ে ওঠার সুযোগ না পায়।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টসের (এনএবিজে) সঙ্গে আলাপ করছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আলাপে সংকট নিরসনে ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধানেও জোর দেন কমলা।

একই দিন আফ্রিকান-আমেরিকান সাংবাদিক, শিক্ষার্থী এবং সংবাদমাধ্যম পেশাজীবীদের সংগঠন এনএবিজের সাংবাদিকদেরও মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এ অঞ্চলের সবার সর্বোত্তম স্বার্থে ওই চুক্তি হওয়া দরকার।’

ইসরায়েলের দাবি, গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের যে হামলার ফলে চলমান যুদ্ধের সূত্রপাত হয়েছিল, তাতে এক হাজার ২০৫ জন ইসরায়েলি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামাস যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করে, যাদের ৯৭ জন এখনও গাজায় বন্দি। ওই বন্দিদের ৩৩ জনকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

অন্যদিকে হামাস পরিচালিত গাজা অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় কমপক্ষে নিহত হয়েছেন ৪১ হাজার ২৫২ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৯৫ হাজারের বেশি।

এক বছরে গড়াতে চলা গাজা যুদ্ধ বার বারই প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। নির্বাচনে ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এসেছে জরিপগুলোতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ